যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জের নিজ বাসা থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা হতে এ লাশ উদ্ধার হয়। নিহতরা হলেন, একই এলাকার আবুল কালাম আজাদ (৭২) ও তার স্ত্রী ময়না বেগম (৬৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, তথ্য পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। লাশের শরীলে কোন আঘাতের চিহ্ন পাইনি। জানতে পেরেছি তার এখানে একাই থাকতেন, তাদের ২ ছেলে অন্য যায়গায় বসবাস করে। লাশকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে বোঝা যাবে এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত