যুগের নারায়ণগঞ্জ :
জাটকা ও মা ইলিশ সংরক্ষণে পদ্মা-মেঘনা ২২ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে নারায়ণগঞ্জে মেঘনা নদীতে বিভিন্ন অভিযান পরিচালিত হচ্ছে।
সোমবার (১৪ অক্টোবর) সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চলে।
এসময় ১ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা হবে। সেই সাথে ৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করে আভিযানিক দল। পরবর্তীতে সেই মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়। জব্দকৃত জালগুলো অভিযান শেষে ধ্বংস করা হয়।
অভিযানে সোনারগাঁ মৎস অধিদপ্তরের কর্মকর্তাসহ নৌ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত