যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ডের চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলা হাবিবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতর নাম আতাউর রহমান। সে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী। তিনি জানান, গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, গ্রেফতারকৃতকে আদালতে তুলে জামিন আবেদন করলে, তা নামঞ্জুর করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসিন‘র আদালত। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রহমান বলেন, গ্রেফতারকৃতকে আদালতে তুলে জামিন আবেদন করলে তার জামিন নামঞ্জুর করা হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত