যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে গাজী টায়ার কারাখানায় অগ্নিকান্ডের প্রায় ১৮ ঘন্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রনে আসেনি। এর উপর অগ্নিকান্ডে নিখোঁজের সংখ্যা শতাধিক ছেড়ে গেছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে আগুনে পুড়ে যাওয়া কারখানার সামনে ভিড় করতে থাকেন নিখোঁজ মানুষের স্বজনরা। এসময় ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে নিখোঁজের তালিকা তৈরির উদ্যোগ নেয়া হয়। সর্বশেষ তথ্য মতে, নিখোঁজের সংখ্যা ১৭০ জন ছাড়িয়ে গেছে। তালিকায় নিখোঁজদের নাম এখনও সংগ্রহ করা হচ্ছে, সামনে আরও বাড়তে পারে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (ঢাকা) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম গণমাধ্যমকে জানান, স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে প্রাথমিক এই তালিকা করা হচ্ছে। তালিকা করার পর তা পুলিশকে দেওয়া হবে। পুলিশ তদন্ত করে এ বিষয়ে চূড়ান্ত তথ্য জানাবে।
এদিকে, আগুন নিভানোর জন্য বিভিন্ন ফায়ার স্টেশনের ১২টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
নরসিংদী জোনের উপসহকারী পরিচালক শীমুল মো. রাজীব লাইভ নারায়ণগঞ্জকে জানান, আমরা এখনও আগুন নিভানোর কাজ করে যাচ্ছি। একাধিক পয়েন্টে থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে যাচ্ছেন, আগুন নিয়ন্ত্রনে আমাদের চেষ্টা চলছে।
জানা যায়, রবিবার রাত ১০টা ৩৫ মিনিটে স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রনে আনার কাজ শুরু করে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত