যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে ও পুলিশের সঙ্গে সংঘর্ষে দেশব্যাপী ছয় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, দুই নম্বর রেল গেটসহ বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
এ সময় শহরের চাষাঢ়া, রেলগেট, নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের। কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুলের শিক্ষার্থীরাও এই আন্দোলনে অংশ নেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা রেল ক্রসিংয়ে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন।
এর আগে গতকাল বুধবার দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী পুলিশের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় রাতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন তারা।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত