যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আদালতে হাজির করা হয়েছে জাকির খানকে।
সোমবার (২৪ জুন) অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরার আদালতে তাকে হাজির করে পুলিশ।
এর আগে সকালে কারাগার থেকে কঠোর নিরাপত্তায় বুলেটপ্রুফ জ্যাকেট ও ডান্ডাবেড়ি পরিয়ে জাকির খানকে আদালতে নিয়ে আসে পুলিশ। এজন্য আদালতপাড়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
হাজিরা শেষে আবারো কঠোর নিরাপত্তায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় আদালতের পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী তাকে আদালতে হাজির করা হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত