যুগের নারায়ণগঞ্জ:
সদর এলাকায় অভিযান চালিয়ে দুই কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৪ জুন) সদর উপজেলার পাইকপাড়া ও সৈয়দপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় পাইকপাড়ায় অনুমোদনহীন একটি বেকারিকে ৫০ হাজার টাকা ও সৈয়দপুর এলাকায় অনুমোদনহীন একটি কয়েল কারখানাকে ৩০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, দুইটি কারখানায় অভিযান চালিয়ে একটিতে ৩০ হাজার ও আরেকটিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত