জাহাঙ্গীর হোসেনঃ "সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সার্বজনীন" এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সার্বজনীন পেনশন স্কীমে উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ের অডিটোরিয়াম হলরুমে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল'র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার।
সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক খায়রুল আলম'র সঞ্চালনায় মতবিনিময় সভায় সদর উপজেলার ভাতাভূক্ত সকল পর্যায়ের কমান্ডার ও ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা-দলনেত্রীগণ অংশগ্রহণ করে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত