যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে অজ্ঞাত গাড়িতে ধাক্কা লেগে জুয়েল সরকার (৩৬) নামে এক ড্রামট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির সঙ্গে থাকা ড্রামট্রাকের চালক রুবেল হাওলাদারকে (৩২) আটক করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
বুধবার (২৯ মে) সকাল ৮টায় মহাসড়কের আল-আমীন গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে জুয়েলের পরিবারের পরিচয় ও ঠিকানা পাওয়া যায়নি।
শিমরাইল হাইওয়ে পুলিশের পরিদর্শক (টিআই) একেএম শরফুদ্দীন বলেন, একটি ড্রামট্রাক অজ্ঞাত আরেকটি গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ড্রামট্রাকে থাকা হেলপারের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির ঠিকানা আর পরিবারের পরিচয় পাওয়া সম্ভব হয়নি। ভিকটিমের গাড়ির চালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত