জনাব আমি নিম্নস্বাক্ষরকারী লাইলী বেগম (৪৪) পিতা খোরশেদ আলম। মাতা জায়দা খাতুন জাতীয় পরিচয় পত্র নং (৫১৭৮৬১৩২৯৬) ঠিকানা (স্থায়ী ও বর্তমান) গ্রাম কইলান/ইউনিয়ন ওয়ার্ড জোয়াগ, থানা চান্দিনা জেলা কুমিল্লা। মোবাইল নাম্বার (০১৮৭৫৭৮৭৪১১)
আমি এই মর্মে জানাইতেছে যে গত রোজ বৃহস্পতিবার (১৫) ফেব্রুয়ারি ২০২৪, সকাল (০৮.২০) ঘটিকার সময় চান্দিনা থানা দিন জোয়াগ ইউনিয় / ওয়ার্ড এর কৈলাইন এলাকা হইতে আমার ছেলে নিখজ হয়ছে। নিয়ে আমার ছেলে এর বিস্তারিত। বিবরণ ও ঘটনার বিবরণ প্রদান করা হলো।
একটি হারানো বিজ্ঞপ্তি গত (১৫) ফেব্রুয়ারি ২০২৪, সকাল (০৮.২০) ঘটিকার সময় চান্দিনা থানা দিন জোয়াগ ইউনিয় / ওয়ার্ড এর কৈলাইন এলাকা হইতে আমার ছেলে নিখজ হয়ছে। ছেলে টির নাম নোহাদ হোসেন বয়স আনুমানিক (১৪) বছর পিতা নুরে আলম,মাতা লাইলী বেগম বলেন, মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে গত রোজ বৃহস্পতিবার ১৫ ই ফেব্রুয়ারি সকাল (০৮.২০) ঘটিকায় বাসা থেকে বাহির হই সারাদিন আর বাসায় না ফিরে আসলে , আমি মাদ্রাসা সহ আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করে ও আমার আত্মীয়-স্বজনের বাড়ি গড়ে যোগাযোগ করে খুঁজে পাচ্ছি না যদি কোন হৃদয়বান ব্যক্তি আমার ছেলেটি সন্ধান পেয়ে থাকেন তাহলে হলে বিনতি অনুরোধ জানিয়েছের তার পিতা নুর আলম,ও মাতা লাইলি বেগম। আমাদের যোগাযোগ নাম্বার (01878373617)
( 01875787411)
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত