ফতুল্লা প্রতিনিধিঃ ফতুল্লায় অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১। রবিবার (১০ মার্চ) ফতুল্লা মডেল থানার এলাকায় মো. মাতাব্বর (৩৬) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। সে মুন্সিগঞ্জ সদর থানার চান মিয়া মাতাব্বরের ছেলে।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। র্যাব আরও জানায়, ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে, মামলা হওয়ার পর থেকে আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায় ও দীর্ঘ দিন পলাতক থাকে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা ইস্যু করলে র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি মো. মামুন মাতব্বর (৩৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত