নিজস্ব প্রতিনিধিঃ হযরত মিন্নত আলী শাহ চিশতী (রঃ) এর দুই দিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মার্চ) বাদ এশা নগরীর মিন্নত আলী শাহ চিশতী (রঃ) এর মাজার প্রাঙ্গণে দোয়া ও মিলাদের মাধ্যমে এ ওরশ মোবারক অনুষ্ঠিত হয়
এসময় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, হযরত মিন্নত আলী শাহ চিশতী (রঃ) এর মাজার কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শহীদুল্লাহ, সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান খসরু, সহ-সভাপতি মোঃ মোতালেব, সহ-সভাপতি হাবিবুর রহমান বাদল, সাধারন সম্পাদক মোঃ মনোয়ার হোসেন মনা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সায়েদুল ইসলাম শাকিল, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ সফিকুল ইসলাম লিটন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা চঞ্চল ও মাজার কমিটির সদস্য আজিজুর রহমান বাদল প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ নাজিম উল্লাহ, মনোয়ার হোসেন শোখন ও সঞ্চয় রহমান।
দোয়া মাহফিলে দেশবাসী ও পৌর চেয়ারম্যান আলী আহমদ চুনকা এবং কবর বাসীদের জন্য বিশেষ মোনাজাত করেন মিন্নত আলী শাহ জামে মসজিদের প্রেস ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মো. আনিছুর রহমান।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত