বন্দর প্রতিনিধিঃ- আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে অত্র উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাজীপুর প্রাথমিক বিদ্যালয়ে মাঠে পূর্ব হাজীপুর পাঞ্চায়েত কমিটির আয়োজনে (৭ মার্চ) বৃহস্পতিবার বাদ এশা উঠান এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মাকসুদ হোসেন, উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের কাছের মানুষ। সমগ্র বন্দরবাসীকে সেবা করতেই উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এবার সুযোগ এসেছে তাই সুযোগ কাজে লাগান ও আমাকে ভোট দিন।
ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সকলে আমার পাশে থাকুন। বিগত সময়ে যারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তারা পাশ করার পর আর কোন এলাকায় আসেনি। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা পরিষদ থেকে কোন কাজই কোন ইউনিয়নে আমরা দেখতে পাইনা। নির্বাচিত হলে দেখিয়ে দিতে চাই যে, উপজেলা পরিষদ থেকেও অনেক উন্নয়ন করা যায়। সকলে আমার পাশে থাকুন ও আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন’।অনুষ্ঠান শেষে অত্ত মসজিদের সভাপতি শামীম মন্ডল কাছে মসজিদের জন্য ১লাক্ষ টাকা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে এড:মোঃ আলামিন সজীবের সঞ্চালনায় স্থানীয় সমাজসেবক রোমান মন্ডল,মাসুদ রানা সোহেল মিয়া ফয়েজ চেয়ারম্যান আকরাম, নূরআলম গোলাম হোসেন, আক্তার হোসেন, মীর হোসেন, জাকার মোল্লা, আমান মোল্লা, বাদল আয়েত আলী উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
উক্ত উঠান বৈঠকে স্থানীয় ওলামায়ে কেরামগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও স্থানীয় অসংখ্য নারী পুরুষ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত