মোঃ জাহিদ হোসেনঃ রেলের শহর পার্বতীপুর রেলওয়ে জংশনের সুন্দরীপাড়া রেলগেটে ২৪ ফেব্রুয়ারী(শনিবার) সকালে
পার্বতীপুর থেকে রংপুর গামী মালবাহী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-কুড়িগ্রাম,পার্বতীপুর- লালমনিরহাট রুটে চলাচলরত সকল ট্রেন বন্ধ হয়ে যায়।
এবিষয়ে পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম জানান,আজ সকাল ৭.৪২ মিনিটে পার্বতীপুর থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে ওই মালবাহী ট্রেনটি।পার্শ্ববর্তী সুন্দরীপাড়া রেলগেটে পৌঁছার পূর্বেই ওই মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।ফলে ঢাকা-কুড়িগ্রাম,পার্বতীপুর-লালমনিরহাট রুটে চলাচলরত সকল ট্রেন বন্ধ হয়ে যায়।উদ্ধার কাজ চলছে।বেলা ৪টার মধ্যে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল চারটা দশ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এই দূর্ঘটনার কারণে বিভিন্ন রুটে চলাচলরত যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত