মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুরে একটি রাইস মিলে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৬ সদস্যকে গ্রে.প্তার করেছে পুলিশ। ডাকাতির পর অফিস কক্ষের একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে পুলিশ।
ডাকাতরা মিলের ম্যানেজার ও নৈশপ্রহরীসহ চারজনকে হাত পা বেঁধে রাইসমিলের ভিতরে প্রবেশ করে বিভিন্ন লকার ভেঙে সাড়ে তিন লক্ষ টাকা লু.ট করে নিয়ে যায়। বুধবার গভীর রাতে ৬ জনকে আ.টক করা হয়।
বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন,
গত ১৫ ফেব্রুয়ারি দিনাজপুর হাকিমপুর উপজেলার বাসুদেবপুরে শ্রী গনেশ প্রসাদ সাহার ইউনাইটেড রাইস মিলে দু.র্ধর্ষ ডাকাতি হওয়ার সংবাদটি মিডিয়ায় প্রকাশিত হলে পুলিশের বিভিন্ন ইউনিট জেলার বিভিন্ন স্থানে অ.ভিযান চালিয়ে তাদের আটক করে। জ.ব্দ করা হয় দেশীয় অ.স্ত্র, লুণ্ঠিত মালামাল ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।
আটককৃতরা হলো- মোঃ আব্দুর রহিম ওরফে পোড়া রহিম (৬৮), মোঃ আলিম হোসেন (৪০), মোঃ শামীম পবন (৩০), মোঃ আব্দুস সোহাগ (৩৪), মোঃ ফরিদুল ইসলাম ওরফে মাসুয়া (৪৫) এবং বকুল হোসেন (৫০)।
আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে গরু চুরি, মাদক সংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত