1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব” নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

নারায়ণগঞ্জের ৫ টি আসনে যে প্রতীকে ভোট দিতে পারবেন ভোটারেরা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার সময় শেষ। আর মাত্র ১দিন বাকি ভোটের। নারায়ণগঞ্জের ৫টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩৪ জন প্রার্থী। আসন ভেদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের পর থেকেই পাড়া-মহল্লায় ওলিতে-গলিতে গণসংযোগ, উঠান বৈঠক জনসভাসহ নানান উপায়ে। ভোটারদের মন জয় করার প্রচেষ্টা চালিয়েছেন প্রার্থীরা। তবে কোন প্রার্থী ভোটারদের মন ছুয়ে যেতে পেরেছে তার প্রতিফলন হবে ভোটগ্রহণের দিন। রোববার (৭ জানুয়ারী) পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে ব্যালট পেপারে প্রার্থীর প্রতীকে সিল দিবে ভোটাররা। নারায়ণগঞ্জের ৫ টি আসনে ব্যালট পেপারে প্রার্থীদের যে প্রতীক থাকছে।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)
১ আওয়ামী লীগ থেকে গোলাম দস্তগীর গাজী প্রতীক নৌকা। ২ তৃণমূল বিএনপি থেকে তৈমুর আলম খন্দকার প্রতীক সোনালী আঁশ।
৩ স্বতন্ত্র শাহজাহান ভূঁইয়া প্রতীক কেটলী।
৪ স্বতন্ত্র মোঃ হাবিবুর রহমান প্রতীক আলমিরা।
৫ স্বতন্ত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা প্রতীক ঈগল।
৬ জাকের পার্টি থেকে মোঃ জোবায়ের আলম প্রতীক গোলাপ ফুল। ৭ জাতীয় পার্টি থেকে মোঃ সাইফল ইসলাম, প্রতীক লাঙ্গল
৮ স্বতন্ত্র মোঃ জয়নাল আবেদীন চৌধুরী প্রতীক ট্রাক। ৯ ইসলামিক ফ্রন্ট থেকে একেএম শাহিদুল ইসলাম প্রতীক চেয়ার।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার)
১ আওয়ামী লীগ থেকে নজরুল ইসলাম বাবু প্রতীক নৌকা। ২ তৃণমূল বিএনপি থেকে মোঃ আবু হানিফ হৃদয় প্রতীক সোনালী আঁশ। ৩ জাকের পার্টি থেকে শাহজাহান প্রতীক গোলাপ ফুল। ৪ জাতীয় পার্টি থেকে আলমগীর সিকদার লোটন প্রতীক লাঙ্গল।
৫ স্বতন্ত্র মোঃ শরিফুল ইসলাম প্রতীক ঈগল।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)
১ আওয়ামী লীগ থেকে আবদুল্লাহ আল কায়সার প্রতীক নৌকা। ২ জাতীয় পার্টি থেকে লিয়াকত হোসেন খোকা প্রতীক লাঙ্গল। ৩ বাংলাদেশ তরিকত ফেডারেশন থেকে মোঃ মজিবুর রহমান মানিক প্রতীক ফুলের মালা। ৪ বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে মোহাম্মদ আসলাম হোসেন প্রতীক একতারা। ৫ বিএনএম থেকে এবিএম ওয়ালিউর রহমান খান প্রতীক নোঙ্গর। ৬ বিকল্প ধারার বাংলাদেশ থেকে নারায়ণ দাস প্রতীক কুলা। ৭ মুক্তিজোট থেকে মোঃ আরিফ প্রতীক ছড়ি।
৮ স্বতন্ত্র এএইচ এম মাসুদ প্রতীক ঈগল।
নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা)
১ আওয়ামী লীগ থেকে একেএম শামীম ওসমান প্রতীক নৌকা।
২ তৃণমূল বিএনপি থেকে মোঃ আলি হোসেন প্রতীক সোনালী আঁশ। ৩ জাকের পার্টি থেকে মূরাদ হোসেন জামাল প্রতীক গোলাপ ফুল। ৪ বাংলাদেশ সুপ্রীম পার্টি থেকে সেলিম আহমেদ প্রতীক একতারা।
৫ বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে হাবিবুর রহমান প্রতীক চেয়ার। ৬ ন্যাশনাল পিপলস পার্টি থেকে শহিদ উন নবী প্রতীক আম। ৭ বাংলাদেশ কংগ্রেস থেকে গোলাম মোর্শেদ রনি প্রতীক ডাব।
৮ জাসদ থেকে মোঃ ছৈয়দ হোসেন প্রতীক মশাল।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর)
১ জাতীয় পার্টি থেকে একেএম সেলিম ওসমান প্রতীক লাঙ্গল। ২ বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে এএসএম একরামুল হক প্রতীক চেয়ার। ৩ তৃণমূল বিএনপি থেকে মোঘ আব্দুল হামিদ ভাসানী প্রতীক সোনালী আঁশ।
৪ বাংলাদেশ সুপ্রীম পার্টি থেকে ছামসুল ইসলাম প্রতীক একতারা। উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৫৫ হাজার ৬০ জন। মহিলা ভোটার ১১ লাখ ৭ হাজার ৬৬ জন। পুরুষ ভোটার ১১ লাখ ৪৭ হাজার ৯৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৭ জন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট