1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

সেলিম ওসমান ভাই ম্যাজিকম্যান হওয়ার কারনে জনগন তাকে ভালোবাসে খান মাসুদ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ ৫ ( সদর- বন্দর) আসনে সংসদ সদস্য প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ,কে,এম, সেলিম ওসমানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২ জানুয়ারী) বিকেল ৪টায় বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জারাস, আবাসিক এলাকার যুব সমাজের উদ্দ্যাগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তবে বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ বলেন, ভোট আপনাদের গনতান্ত্রিক অধিকার। আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই, সেলিম ওসমান ভাই শুধু জাতীয় পার্টি প্রার্থী না তিনি আমাদের জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত প্রার্থী। সেলিম ওসমান ভাই একজন ম্যাজিকম্যান। উন্নয়নের কারনে বন্দরবাসী তাকে প্রচন্ড ভাবে ভালোবাসে।তার প্রমান আপনারা পেয়েছেন। সেলিম ভাই উন্নয়নে বিশ্বাসী। সেলিম ভাই আমাদের সন্তানদের সুশিক্ষিত করার জন্য তিনি নিজের অর্থ দিয়ে বন্দরে বিভিন্ন এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেছেন। আপনারা সেলিম ভাইয়ের জন্য দোয়া করবেন। আগামী ৭ জানুয়ারী সেলিম ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য আপনাদের ভোট কেন্দ্রে গিয়ে লাঙ্গল মার্কায় ভোট দিবেন।
বন্দর থানা ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রতন দাশের সভাপিতেত্ব ও বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দারের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, দৈনিক নীর বাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও লেজারার্স আবাসিক এলাকার সমাজ সেবক শরিফ হাসান চিস্তি, শাহাজালাল খান কাজল, রিয়াজ উদ্দিন আহাম্মেদ ফারুক, লেজারার্স জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি সোলায়মান মজুদার, সজিব আহাম্মেদ ও বন্দর থানা যুবলীগ নেতা মাছুম আহাম্মেদ, কামাল হোসেন প্রমুখ। বন্দর লেজারার্স যুব সমাজের পক্ষে সজিব, টিটু আলিম ও অপু কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা নাজমুল ইসলাম, লিখন, মহসিন, সাইফুল, রনী, আসিফ, কামাল, ইব্রাহিম, আসলাম, জীবন, রাফসান, সুরুজ, ইরান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট