জীবনের দোলনা
--আবু নাসিম
পড়ন্ত বিকেলে নাই কেউ দু'কুলে
একলাই বাইছি ভাঙা তরী
বড় বড় ঢেউ এসে দিয়ে যায় সব পিষে
ভাঙা নৌকা জলে গেছে ভরি।।
স্থির হয়ে আছে মেঘ গুলি আকাশে
বাতাস জমাট বেঁধে আছে
এই বুঝি এলো ঝড় ভাঙবে বাড়ী ঘর
নৌকার পাল ছিঁড়ে হাল ভেঙে গেছে।।
তবু এ আশার তরী ধরবে অজানায় পাড়ি
বাঁধা বিঘ্ন সব কিছু উতরে
গোলক ধাঁধার মাঝে সব হারিয়ে গেছে
আঁধার আছে মোরে ঘিরে।।
আহারে এ জীবন চেয়ে মানিক রতন
কপালে মিললো তোর ছাই
বিশ্বাস অবিশ্বাসের খেলা করলি অবহেলা
সামনে চলার শক্তি আর নাই।।
ভূবণে ভূবণে ঘুরে যেতে হলো বহু দূরে
হবে না আর ফিরে আসা
মিছে ভবে করলি খেলা ভাঙলো জীবন মেলা
আশা তোর হলো দূরাশা।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত