1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে সে‌লিম ওসমান‌কে জয়যুক্ত করুন আজ‌মেরী ওসমান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে নারায়ণগঞ্জ-৫ আসনে লাঙ্গলের প্রার্থী সে‌লিম ওসমান‌কে জয়যুক্ত করতে ‌ভোটার‌দের প্রতি আহ্বান জা‌নি‌য়ে‌ছেন প্রয়াত সাংসদ বীর মু‌ক্তি‌যোদ্ধা না‌সিম ওসমা‌নের পুত্র আজ‌মেরী ওসমান।
নারায়ণগঞ্জ-৫ আস‌নে লাঙ্গল প্রতী‌কের সংসদ সদস‌্য প্রার্থী একেএম সে‌লিম ওসমা‌নের প‌ক্ষে ভোট চে‌য়ে নির্বাচনী প্রচারনা, লিফ‌লেট বিতরণ ও গণসং‌যোগকা‌লে
ভোটার‌দের নিকট এ আহ্বান ক‌রেন প্রয়াত সাংসদ বীর মু‌ক্তি‌যোদ্ধা না‌সিম ওসমান পুত্র আজ‌মেরী ওসমান। এসময় তার সা‌থে উপ‌স্থিত ছি‌লেন তার জননী পারভীন ওসমান। শুক্রবার (২৯ ডি‌সেম্বর) বি‌কে‌ল থে‌কে রাত পর্যন্ত শহ‌রের বা‌প্পিচত্তর এবং বন্দ‌রের মদনগঞ্জ, ফরা‌জিকান্দা, সোনাকান্দা বড় মস‌জিদ, ঋষি পাড়া, বাবুপাড়া মোড়, বন্দর বাজার রোড, বন্দর খান বা‌ড়ি রোড, কদম রসুল সি‌টি মস‌জিদ সংলগ্ন, নবীগঞ্জ ল‌তিফ হাজ্বী রোড সহ বি‌ভিন্ন এলাকায় ভোট চে‌য়ে লিফ‌লেট বিতরণ ক‌রেন তারা।
ভোটার‌দের উদ্দে‌শ্যে আজ‌মেরী ওসমান আরো ব‌লেন, জাতীয় পার্টির প্রার্থী সে‌লিম ওসমান এর সমর্থনে ৩০০ আস‌নের ম‌ধ্যে একমাত্র নারায়ণগঞ্জ-৫ আস‌নে নৌকার প্রার্থী দেন‌নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে জন‌নেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করা, প্রধানমন্ত্রী যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে নারায়ণগ‌ঞ্জের চার‌টি আস‌নে আওয়ামী লীগ প্রার্থী এমপি নির্বাচিত হলেও আমাদের কোনো লাভ হবে না, তাই প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে নারায়ণগঞ্জ-৫ আসনটিতে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে হবে।
নারায়ণগঞ্জ-৫ আস‌নের আওয়ামী লীগ নেতৃবৃ‌ন্দের উদ্দে‌শ্যে আজ‌মেরী ওসমান ব‌লেন, আমাদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করা। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিরাপদ থাকবে। তাই, মান-অভিমান ভুলে লাঙ্গলের পক্ষে ভোট করার জন্য সব নেতাকর্মীদের অনুরোধ জানান তি‌নি।
এদি‌কে, নির্বাচনী প্রচারনাকা‌লে শহর ও বন্দরবাসীর ফু‌লেল শু‌ভেচ্ছায় সিক্ত হন পারভীন ওসমান এবং আজ‌মেরী ওসমান। বি‌শেষ ক‌রে সদর ও বন্দরবাসীর প্রাণপুরুষ প্রয়াত জন‌নেতা না‌সিম ওসমা‌নের পুত্র আজ‌মেরী ওসমান‌কে একনজড় দেখার জন‌্য হুম‌ড়ি খে‌য়ে প‌রে সাধারন জনগন। লাঙ্গ‌লের প‌ক্ষে ভোট চাইতে যেখা‌নেই গি‌য়ে‌ছেন আজ‌মেরী ওসমান সেখা‌নেই মুহূ‌র্তের ম‌ধ্যে জনসমু‌দ্রে প‌রিণত হ‌য়ে‌ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট