1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

বন্দরে ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে মেরিন শিক্ষানবিসদের শিক্ষা সমাপনী কুচকা আওয়াজ অনুষ্ঠিত- যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৭৩১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ আনন্দঘন পরিবেশে বন্দরে ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে মেরিন শিক্ষানবিসদের শিক্ষা সমাপনী কুচকা আওয়াজ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টায় বন্দর থানার সোনাকান্দাস্থ ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রে এ শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে কমান্ডার রফিউল হাসাইন (ট্যাজ) পিএসসি, বিএন ( অব:) সদস্য (অর্থ) বিআইডব্লিউটিএ, ঢাকা বলেন, আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান,নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সিনিয়র সচিব মহোদয় যাদের দিক নির্দেশনায় আজকে এই ডিইপিটিসি এগিয়ে যাচ্ছে। আরো এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করছি। আমি আরো ধন্যবাদ জানাই প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের। তাদের পরিশ্রমের ফসল তোমরা। আমাদের এই দেশকে অনেক দূর এগিয়ে নিতে হবে। আমাদের পূর্ব পুরুষেরা অনেক কষ্ট করেছে। কষ্টের সেদিন শেষ। এখন সময় এসেছে উন্নয়ন করার। তোমাদের কঠিন পরিশ্রম করতে হবে দেশের জন্য যুদ্ধ করতে হবে। মনের মধ্যে জিদ থাকতে হবে। তাহলে তোমরা এগিয়ে যেতে পারবে। সব জায়গায় এই পরিবর্তন আনতে হবে।
ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ এহতেছানুল হক ফকির, নৌ-পরিবহন অধিদপ্তর, বরফ কল, নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার ও প্রধান অতিথি সহধর্মীনী মিসেস আফরোজা সুলতানা ফ্যকাল্টি মেম্বার ইইই ডিপার্টমেন্ট আইইউবি, ঢাকা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন (ডেক) ডিপিটিসি নারায়ণগঞ্জ প্রশিক্ষক মো: মনোয়ার হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট