বন্দর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ইং উপলক্ষে ভোটগ্রহন কর্মকর্তাগনের প্রশিক্ষন ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় বন্দরের সরকারি হাজী ইব্রাহীম আলম চাঁন স্কুল এন্ড কলেজের হলরুমে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় বন্দর নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত প্রশিক্ষন ব্রিফিংএ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক, নারায়নগঞ্জ ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। উপজেলা নির্বাহী অফিসার, বন্দর ও সহকারী রিটার্নিং অফিসার মো: মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ ব্রিফিং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার), উপ-পরিচালক স্থানীয় সরকার, নারায়ণগঞ্জ,মোহাম্মদ আনোয়ার হোসাইন ও নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার কাজী মোহাম্মদ ইস্থাফিজুল হক আকন্দ।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত