1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব” নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

যারা এই স্বাধীনতাকে নিয়ে খেলতে চাইবেন বাংলার জনগন তাদের বুকের ছাতিতে পাড়া দেবে শামীম ওসমান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, সেদিন বিএনপি মিটিংয়ে ৫৬ জন সাংবাদিককে পিটিয় শুইয়ে দেয়া হয়েছে। একটা মৃত পুলিশকে চাপাতি দিয়ে কোপানো হয়েছে, ট্রেনে আগুন দেয়া হয়েছে একটা মা বাচ্চা একসাথে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। যারা একাজ গুলো করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এই স্বাধীনতাকে নিয়ে খেলতে চাইবেন এই বাঙালি জাতি বাংলার জনগন তাদের বুকের ছাতিতে পাড়া দেবে। ওরা আমার দেশের মাটিতে আমার মায়ের মাটিয়ে পাড়া দেবে আমরা ওদের ছাতিতে পাড়া দেব। সোজা এবং ক্লিয়ার ম্যাসেজ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটি ডি এন ডি ওয়াপদা কলোনী পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় সংলগ্নে সাবেক মেম্বার আব্দুল হাই এর সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এ সময় শামীম ওসমান আরও বলেন, জামায়াত যে কাজটা ৭১ সালে করেছে যুদ্ধাপরাধীর অপরাধে, দেশের বিরুদ্ধে, মানুষ ও দেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সে একই ভাবে বিএনপি এখন সন্ত্রাসী সংগঠন হিসেবে সবার কাছে পরিচিত হয়ে গেছে। যে কর্মকান্ড তারা চালিয়েছে চালাচ্ছে এবং সামনে আরো চালানোর পরিকল্পনা আছে। জনগন বুঝতেসে বঙ্গবন্ধুর এই কথা, দেশের স্বাধীনতা আনার চেয়ে রক্ষা করা কঠিন। সেই স্বাধীনতা রক্ষার প্রশ্ন এখন এসেছে।
তিনি বলেন, কোথা থেকে কি হচ্ছে কেন হচ্ছে কেন দেশটাকে ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা হচ্ছে। কার স্বার্থ হাসিল হবে। শুধু বিএনপি জামায়াত না, আরেকটা শ্রেণী আছে যারা নিজেদের সুশীল বলে দাবি করেন তারাও এতে জড়িত আছেন। তারা চাচ্ছেন দেশে একটা শুন্যতা সৃষ্টি হোক, শেখ হাসিনা যেন না থাকে। উনাদের প্রথম ও শেষ টার্গেট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
বঙ্গবন্ধুকে সড়িয়ে দিয়ে ওরা ভেবেছিল দেশটাকে ওরা ওদের আদলে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ জাতির পিতার কন্যাকে বাঁচিয়ে রেখেছিলেন। দেশটা আবার বাঙালি চেতনায় ফিরে এসেছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভৌগলিক সীমারেখার কারণে ওরা আবারো ট্রাই করছে, ওরা তাদের পারপাস সার্ভ করছে যারা দেশটাকে ধ্বংস করতে চায়। আমরা যারা মুক্তিযুদ্ধ করে আমাদের দেশটাকে স্বাধীন করেছে তাদের পারপাস সার্ভ করছি।
উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, কি হচ্ছে দেশে, কি হতে যাচ্ছে দেশে? এই দেশে এখন যা ঘটছে আপনি যেটা ঘুমের মধ্যেও চিন্তা করবেন না চিন্তা করছেন না, এই কারণেই করছেন না কারণ বিষয়টা আপনার জানা নেই। আমি বিষয়টা আপনাকে জানাতে এসেছি।
আমি পুরোপুরি খোলাভাবে আপনাদের কথাটা বলতে পারবোনা। যারা বুঝার তারা বুঝে নেবেন আর যারা বোঝেন নাই তাদেরকে দয়া করে বুঝিয়ে দেবেন। আমি মানসিকভাবে অনেক চাপে আছি। কারণ দেশটা সবার মাটি আমাদের মা। একটা দেশের স্বাধীনতা যত কঠিন তার চেয়ে কঠোন দেশের স্বাধীনতা রক্ষা করা। আজ আমার মনে হয় স্বাধীনতা রক্ষার সময় চলে এসেছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক তাজিম বাবু, সমাজ সেবক জালাল উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরউদ্দিন সহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট