আলো আঁধারী
--আবু নাসির
বরিষণ শেষে চাঁদ এসে
মেঘের আড়াল হতে
আমায় দেখে হেসে বলে
দেবো না তোমায় যেতে।
থাকতে হবে আমার সাথে
আছি যতোক্ষন আকাশে
শোনাতে হবে ভাটিয়ালী ধুন
বাঁশরীর সুরের আবেশে।
দখিনা সমিরণে ভাসিয়ে দাও
জ্যোৎস্না মাখা ভাটিয়ালী সুর
যাক ছুটে যাক ডানা মেলে
এ প্রান্ত থেকে দূর বহু দূর।
এলিয়ে দাও তব কৃষ্ণ কুন্তল
জ্যোৎস্না মেশানো নদীর জলে
ভরেছে ধরা আলো আঁধারীর
অপরূপ এক রূপ অতলে।
হেথা ছেড়ে তুমি যাবে কোথায়
আমায় একা ফেলে
আবার আমায় ঘিরবে কালো মেঘ
যদি যাও তুমি চলে।।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত