একান্ত প্রেম
--আবু নাসির
একান্ত একাকী জীবন চলে কি
পূরণ হয় কি হৃদয়ের আকাঙ্খা
হয়তো হয় হয়তোবা হয় না
অপূর্ণ জীবন নিয়ে বেঁচে থাকা।
যদি কাউকে চায় পাশে পেতে
জীবন বয়ে চলার পথে
চাওয়াটাই হয়তো হবে ভুল
গুনতে হয় ভুলের মাশুল।
আজো কাউকে পাইনি পাশে
বালুচরে গড়ে আবাস
আশায় থাকি যদি তারে দেখি
স্বপণে পাই তার আগমণী সুবাস।।
দিওনা ফাঁকি যদিও একেলা থাকি
নিঃশ্বাসে রেখো মোরে পাশে
আমি আজো বেঁচে আছি
শুধুই তোমাকেই ভালোবেসে।।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত