বে-দরদী
--আবু নাসির
দরদী মন কেন আজ
আমার বেলায় বেদরদী!
সাগরের ঢেউ এর মত
উথাল পাথাল মনের নদী।
প্রিয়ার প্রেম বিহীন এক
ভালোবাসার গোলক ধাঁধা
কেন যে পাগল মন আজ
কার মায়ায় পড়লো বাঁধা।
সাঁঝের বেলার আবীর রঙে
রাঙে না আর পোড়া মনটা
তাহলে বাজবে কি আজ
প্রেম সমাপ্তির শেষের ঘন্টা?
দরদিয়ার দরদ কেন
বিঘ্ন ঘটে আমার বেলায়
জীবনের দরদী জন
আমায় ছেড়ে দুরে চলে যায়।
হতাশার বালুর ঝড়ে
আজ আমি দিশে হারা
পালানোর নেই তো উপায়
রাহু আমায় দেয় পাহারা।
বে-দরদী দাও তুমি আজ
দিল দরদীর আগল খুলে
নইলে যাবো আমি যে আজ
ডুবে গহীন সাগর তলে।।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত