সময়ের_অপচয়
--আবু নাসির
সময় যতোই চলে যায়
ততোই আপন জনেরা হারায়
অচেনা হয় এই পৃথিবীটা
মানুষেরা অবশেষে ধুলিতে লুটায়।।
কতো কথা, কতো গল্প,
কতো গান, কতো কবিতা
মনে হলে জেগে ওঠে
অতীতে ফেলে আসা স্মৃতির পাতা।।
আপন জন শব্দটির ব্যপ্তি বিশাল
প্রয়োগ খুবই আহত হৃদয়ের মতো
প্রয়োজনে প্রিয় জন সবাই আপন
দিন ফুরালে সব হারায় অবিরত।।
আসলে স্বার্থপরতায় ভরা নোংরা মন গুলো
সুন্দর সব সম্পর্কে ফাটল ধরায়
সুনীল অনন্ত বিশাল আকাশটায়
যেমন মেঘেরা এসে আঁধারে ঢেকে দেয়।।
সময় আসে না ফিরে এটাই সময়ের ধর্ম
অবাস্তব চাহিদা সময়ের তোয়াক্কা করে না
চারি পাশে বাজে কেবল হারানোর সুর
হে মোসাফির এগিয়ে যাও পিছনে ফেরো না।।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত