অবুঝ হৃদয়
--আবু নাসির
সাজানো বাসর কেনো ফেলে হে প্রিয়
অজানায় গেলে চলি
তোমারে স্মরিয়া একা কেঁদে ফেরে
সেই বিরহী বুলবুলি।
ফিরবে না যদি কেন সাজাতে
বলেছিলে ফুলের বাসর
তোমায় না পেয়ে গভীর রজনীতে
কাঁদছে রেশমী ঝালর।
ফুলেরা কেঁদে ফিরে গেলো নিয়ে
সকল সুঘ্রান হাওয়া
তোমায় না পেয়ে থেমে গেলো সানাই
হলো না আর গান গাওয়া।
প্রাতের পাখীরা ফিরে গেলো নিরবে
গাইলো না তারা গান
সুখের সাগরে জল কেলির আশা
ভেঙ্গে হলো খান খান।
এ জীবনের সকল চাওয়া
মিশে গেলো অমানিশায়
প্রেম ছিলো ছিলো প্রেমের গজল
হারিয়ে গেলো শীতের কুয়াশায়।।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত