-----ভুল---
--আবু নাসির
ভুলের মাঝে বসত আমার
ভুল আমার ঠিকানা
সবার ভুল আমি ধরি
নিজের ভুল ধরি না।
আগুনে হাত দিলে
হাত পুড়ে যায় আগুনে
ভুল করছি হর হামেশা
ভালো মন্দ সব জেনে।
নিজের ভুলে হয়না আফসোস
মানতে চাই না নিজের ভুল
অজ্ঞতায় ভরা আমি
কাঁটা খুঁজি মাড়িয়ে ফুল।
একটি ভুলের জন্য কষ্ট
করে পুরো পরিবার
তবু হয় না ভুল সংশোধন
পথ পায় না পালাবার।।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত