তন্ত্র মন্ত্র গনতন্ত্র কারে বলে বুঝিনা
গনতন্ত্র কোথায় থাকে সে খবরও জানিনা
মানুষ মরে গাড়ী পোড়ে লাশ পড়ে থাকে রাস্তায়
এইটারে কি গনতন্ত্র কয়!!
গনতন্ত্রের সঙ্গা কি ভাই পাইনা তা জীবনময়
এইটারে কি গনতন্ত্র কয়।।
গনতন্ত্রের দোহাই দিয়া করে সব পকেট তন্ত্র
ধরো মারো টাকা কামাও গনতন্ত্রের এই মন্ত্র!
কৃষক ফলায় সোনার ফসল
তাদের না খেয়ে কেন থাকতে হয়।
এইটারে কি গনতন্ত্র কয়।।
যারা করে রাজনীতি তাদের পকেটে গনতন্ত্র
এক দল করে আরেক দলের বিরুদ্ধ ষড়যন্ত্র
আসলে সব ধান্দাবাজি গনতন্ত্রের দিয়ে দোহাই।
এইটারে কি গনতন্ত্র কয়।।
মারামারি হামলা মামলা আগুন বাজির এই খেলায়
গরীবের পেটে নাই ভাত সব জিনিসের দাম বাড়ায়
গরীব করে হাহুতাশ আর নেতারা সব মজা নেয়।।
এইটারে কি গনতন্ত্র কয়!!
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত