1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
নাঃ গঞ্জ মহানগর গার্মেন্টস শ্রমিকদলের ১১সদস্যের আহ্বায়ক কমিটি বন্দরে ক্রাউন সিমেন্টের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত-১ ঘোড়াঘাটে ১৯২৫হেক্টর জমিতে ভুট্টা চাষ উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ হাজার মেঃটন কাশীপুর খিল মার্কেটে অল্প বৃষ্টিতেই কৃত্রিম বন্যা-দেখার কেউ নেই ঘোড়াঘাটে ১৯২৫হেক্টর জমিতে ভুট্টা চাষ উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ হাজার মেঃটন একাংশের বয়কটের আহ্বান’ শুক্রবার হেফাজতের সমাবেশ! শীতলক্ষ্যা নদী রক্ষায় প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে নদী ভাবনা কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগ গোদনাইলে অবৈধ জ্বালানি তেল বিক্রি বন্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ঘুষ ও নানা অভিযোগে বিতর্কিত আড়াইহাজার থানার ওসি বদলি

বিরলে কেচকি পদ্ধতিতে বস্তায় সবজি চাষ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৪১ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুরের বিরল উপজেলায় রাস্তার ধারে ও রেল লাইনের পাশে কেচকি পদ্ধতিতে বস্তার মধ্যে সবজি চাষে সাড়া ফেলেছে কৃষি বিভাগ। দিনাজপুর জেলায় সবজি চাষের এ ধারণা একেবারেই নতুন। বিরল উপজেলা কৃষি বিভাগ উদ্ভাবিত এ পদ্ধতিতে উদ্বুদ্ধ হচ্ছেন অনেক কৃষক।
উপজেলার বাজনাহার রেল স্টেশনের সামনে, বিজোড়া, নাজরিন মিশন, মঙ্গলপুর‘সহ বিভিন্ন স্থানে এ পদ্ধতিতে সবজি চাষ হচ্ছে।
সরেজমিনে জানা যায়, রাস্তা ও রেল লাইনের পাশে পতিত ও জলাবদ্ধ জমির ওপর বাঁশের খুঁটি দিয়ে তৈরি কেচকিতে বস্তা বসানো হয়েছে। তাতে বপন করা হয় লাউ, শসা, শিম, পুঁইশাক, করলা, চালকুমড়া ইত্যাদি সবজি। বিরল উপজেলা কৃষি বিভাগ জানায়, ভাসমান প্রকল্পের সমন্বিত কৃষির আওতায় কেচকি পদ্ধতিতে সবজি চাষে কৃষকেরা লাভবান হচ্ছেন। উপজেলায় এ পদ্ধতিতে পরীক্ষামূলক সবজি চাষ শুরু হয়েছে। কৃষি অফিস থেকে চাষিদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
কৃষক জহুরুল ইসলাম কৃষি বিভাগের সহযোগিতায় বাড়ির কাছে ঢেলপীর এলাকায় এ পদ্ধতিতে ৮ প্রজাতির সবজি চাষ করেছেন। তিনি বলেন, ‘এরই মধ্যে প্রায় ৩ হাজার টাকার সবজি বিক্রি করেছি। এলাকার মানুষকে বিনা মূল্যে দিয়েছি। এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে ভালোভাবে চাষ করতে পারবো।’
কৃষক আনিসুর রহমান বলেন, ‘কৃষি অফিসার যখন এ পদ্ধতির কথা বলেন; তখন বিশ্বাস হয়নি। এখন তো দেখে অবাক হচ্ছি। আমিও আমার পুকুরের পানির ওপর এ পদ্ধতিতে সবজি চাষ করবো।’
বিরল উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম বলেন, ‘এটি নিজ ধারণা থেকে করেছি। কৃষকদের বলার পর তারা এগিয়ে এসেছেন। তাই সম্ভব হয়েছে। উপজেলায় পাঁচটি জায়গায় কেচকি পদ্ধতিতে সবজি চাষ হচ্ছে। কৃষকেরা বাজারে সবজি বিক্রি করতে শুরু করেছেন।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট