বন্দর থেকে মোঃ বিল্লাল হোসেনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া উপহার বন্দরে ৩৮ জন ভূমিহীন পরিবারের হাতে ঘরের চাবি ও দলিল তুলে দেওয়া হয়েছে। বুধবার (৯ আগস্ট) সকাল ১০টায় বন্দর উপজেলা অডিটরিয়মে ভ্থমিহীনদের মাঝে ওই ঘরের চাবি ও দলিল তুলে দেওয়া হয়। বন্দর উপজেলা পরিষদের নিবার্হী কর্মকতার্ এ বি এম কুদরত এ খুদা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ আনোয়ার হোসাইন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ. রশীদ ও বন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক। ওই সময় আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতার্সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত