নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদরের আমহাট্রা জল্লারপাড় এলাকা থেকে দুই সন্তানের জননী শারমিন আকতার (৩৫) নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে নিখোঁজ শারমিন আকতারের স্বামী মাহবুব আলম রিপন সদর মডেল থানায় গত ২৮/৭/২৩ ইং তারিখে একটি নিখোঁজ ডায়েরি করেন। যার নাম্বার-১৫৪৩।
জিডিতে তিনি উল্লেখ্য করেন,গত ২৭/৭/২৩ ইং দুপুর আনুমানিক ১.৩০ মিনিটে জল্লারপাড় তার নিজ বাসা থেকে ফজর আলী ট্রেড সেন্টারে অবস্থিত একটি জীমে যাওয়ার উদ্দেশ্য বের হয়ে শারমিন আর বাসায় ফিরে আসেনি। এবং তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন নাম্বারও বন্ধ রয়েছে। নিখোঁজ শারমিন (৩৫) এর উচ্চতা ৫ ফুট,গায়ের রং শ্যাম বর্নের, তার পরনে ছিল কালো রংয়ের সালোয়ার কামিজ ও পায়জামা।
কেউ যদি শারমিন এর কোন খোঁজ পান তাহলে উল্লেখিত মুঠোফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হইল- 01712771045।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত