বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা'র সুস্থতা কামনায় যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জুন) বাদ এশা বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন কল্পনা খান মার্কেট খান মাসুদের নিজ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্বে যুবলীগ নেতা খান মাসুদ বলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কর্মী বান্ধব নেতা এড. খোকন সাহা দাদা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন দাদাকে পরিপূর্ণ শেফা দান করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। খান মাসুদ বলেন, আগামীদিনে বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় খোকন সাহা দাদার মতো সংগ্রামী নেতাকে রাজপথে খুবই দরকার।
এসময় খোকন সাহা'র সুস্থতা কামনায় দোয়ায় অংশগ্রহণ করেন, নাসিক ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম সারোয়ার সবুজ, আওয়ামীলীগ নেতা সানোয়ার হোসেন, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার,সুকমল, রাজিব, কামাল হোসেন,খায়রুল আলম সুজন, বন্দর থানা ছাত্রলীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শেখ মাঈনুদ্দিন, নূর হোসেন নুন্না, মো: সোহাগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল দাস,জীবন,আবু সাঈদ, সোবেল, রুবেল,লিমন দিদার প্রমুখ। দোয়া পরিচালনা করেন বন্দর বেবীস্ট্যান্ড গাউছুল আজম জামে মসজিদের পেশ ইমাম মুফতি আবু সুফিয়ান আল কেদরি।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত