স্টাফ রিপোর্টারঃ জমকালো আয়োজনে উদযাপিত হলো জেলা শিল্পকলা একাডেমি বিশ্ব সঙ্গীত দিবস ২০২৩ ইং উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২০ জুন) বিকেলে সাড়ে ৪টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কালচারাল অফিসার রুনা লায়লা সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাকিব আল রাব্বি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নেজারত সহকারী কমিশনার মোহাম্মদ রবিন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে নবীন ও প্রবীন শিল্পীদের গানে মুখরিত ছিল অনুষ্ঠানস্থল।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত