বন্দর প্রতিনিধি: বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (১২ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর ৭৫নং উইলসন রোড এলাকার দুলাল মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল কাদির (৩৩) নবীগঞ্জ বাগবাড়ী কামাল হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জুবায়ের হোসেন (২৫) বন্দর তাজপুর প্রেমতলা এলাকার মৃত আফসার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাহজাহান (৫৫) উত্তর লক্ষনখোলা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে শাহীন (৩৯) ও বন্দর রাজবাড়ী এইচ এম সেন রোড এলাকার নজরুল ইসলামের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গালিব শাহরিয়ার নিয়ন (২৮)। থানা সূত্রে জানাগেছে, বন্দর থানা এসআই বারেক হাওলাদা,এএসআই জিয়া ও এএসআই জাহাঙ্গীরসহ সঙ্গীয় ফোর্স উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত