বন্দর প্রতিনিধি: জাল দলিল তৈরি করে জমি দখলে নিতে ব্যর্থ হয়ে জমির মালিকের ওপর হামলা ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে নূর মোহাম্মদ গংয়ের বিরুদ্ধে। সোমবার নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী মমিনুল হক চারজনকে আসামী করে সদর থানায় অভিযোগ দায়ের করেছে। মমিনুল হক জানান, শাহসূজা রোড পাইকপাড়া এলাকায় নারায়ণগঞ্জ অধীন ম খন্ড মৌজাস্থিত ষোলআনা জায়গার পাঁচ দশমিক সাইত্রিশ শতাংশ জমির মালিক তিনি। কিন্তু বন্দরের বন্দর কলোনী এলাকার মৃত জাফর আলী সিকদারের ছেলে নূর মোহাম্মদ, পশ্চিম দেওভোগ মাদ্রাসা রোড এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মশিউজ্জামান পাভেল, বন্দর কলোনী এলাকার ফরহাদ ও পাইকপাড়া এলাকার মৃত আবু হানিফ মিয়ার ছেলে ইব্রাহিম জাল দলিল সৃজন করে এ জমি জোর পূর্বক দখলের চেষ্টা করে। এ নিয়ে আদালতে মামলা হলে তাদের দলিল জাল বলে প্রমানিত হয়। কিন্তু এরপরও জমি জালিয়াত চক্রটি জমিটি দখলে নেওয়ার তৎপরতা চালাচ্ছে। জমিটি দখলে নিতে গত সোমবার তার বাড়িতে হামলা চালানো হয় বলে মমিনুল জানান। বর্তমানে জালিয়াত চক্রটি তাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এ অবস্থায় তিনি চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মমিনুল।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত