নিজস্ব সংবাদদাতাঃ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের জিকুসহ ৭ নেতাকে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
মঙ্গলবার (১৬ মে) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ত মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সরকার জনগনের ভয়ে ভীত হয়ে আইন-আদালত প্রভাবিত করে গায়েবী ও মিথ্যা মামলায় জড়িয়ে আমাদের নেতাকর্মীদের হয়রানির মতো এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। আমরা ভীত নই, ভয়ের ঘোরে তারা। তাদের দলীয় এবং ব্যাক্তি ইমেজ শূন্যের কোটায়, তাই জনগনের সামনে দাঁড়াতে তাদের ভয়। আমরা তাদের পরামর্শ দিবো সুস্থ ও গণতান্ত্রিক ধারায় ফিরে গনগনকে নিয়ে রাজনীতি করতে, কোন দূর্নীতিবাজ-সন্ত্রাসীগোষ্ঠীর কাঁধে ভর করে ক্ষমতায় অধিষ্ঠিত থাকার কথাভুলে যান।
এর আগে, মঙ্গলবার দুপুরে ফতুল্লা ও আড়াইহাজারের পৃথক দুটি নাশকতার মামলায় ২২ জন নেতাকর্মী আদালতে আত্মসমার্পন করে জামিন আবেদন করেন। পরে তাদের মধ্যে ১৫ জনের জামিন মঞ্জুর এবং ৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় জেলা ও দায়রা জজ আসসামছ জগলুল হোসেনের আদালত। জামিন নামঞ্জুর হওয়া বিএনপি-ছাত্রদল নেতারা হলেন, ফতুল্লা থানা: জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টিটু, লুৎফর রহমান খোকা, এনামুক হক মামুন ইকবাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের জিকু, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শান্ত, আড়াইহাজার পৌরসভা যুবদল নেতা মনির হোসেন
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত