1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

বন্দরে বৈদুতিক র্শট সার্কিট থেকে স্বপন ডকইয়ার্ডে অগ্নিকান্ড-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে বৈদুতিক র্শট সার্কিট থেকে স্বপন ডকইয়ার্ডে অগ্নিকান্ড সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া না গেলেও ডকইয়ার্ডের অফিস রুম পুড়ে গিয়ে প্রায় ১ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে প্রত্যেক্ষদৃশিরা এ কথা জানিয়েছে। এলাকাবাসী মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এর আগে গত বুধবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগরস্থ স্বপন ডকইয়ার্ডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। অগ্নিকান্ডের স্থানে ডকইয়ার্ড মালিক পক্ষকে পাওয়া যায়নি। বৈদুতিক র্শট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট