মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি ॥ সংগীত শিল্পী কল্যাণ পরিষদ দিনাজপুরের আয়োজনে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও গুণী সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট কবি ও সাহিত্যিক গুনী গীতিকার হিসেবে এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকারকে সম্মাননা প্রদান করা হয়।
এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে আইনজীবী পেশার পাশাপাশি অসংখ্য কবিতার বই, গান ও গীতিকার হিসেবে সুনাম অর্জন করেছেন। কিছুদিন পূর্বে তার রচিত “মন পবন” গানের একটি বই এবং তার গানের উপর সংগীতানুষ্ঠান দিনাজপুর প্রেসক্লাবের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। তিনি একজন মানবাধিকার কর্মী হিসেবে তার লেখা মানবাধিকার বইটি দেশে-বিদেশে যথেষ্ট সুনাম অর্জন করেছে। তার বিভিন্ন কার্যক্রম বিবেচনা করে এবং সাহিত্য অঙ্গণে বিশেষ অবদান রাখার জন্য সংগীত শিল্পী কল্যাণ পরিষদ তাকে সম্মাননা প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সংগঠনের সভাপতি সাহান আলী শাহ্, প্রধান বক্তা জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, প্রধান আলোচ্যক সাবেক অধ্যক্ষ আখতারা বেগম ও দিনাজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারন সম্পাদক গোলাম নবী দুলালসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।