মােঃ জাহিদ হোসে দিনাজপুর প্রতিনিধি ॥ মঙ্গলবার (২ মে-২০২৩) শিক্ষাবোর্ডের এসএসসি দ্বিতীয়দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনের পরীক্ষায় ২৩৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েয়ে।
দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মানিক হোসেন জানান, এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনের পরীক্ষায় ১ লাখ ৭৬ হাজার ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭৩ হাজার ৭৮১ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ২৩৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ। এছাড়া ওই দিনের পরীক্ষায় নীলফামারী জেলায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে রংপুর জেলায় ৩২৯ জন, গাইবান্ধায় ৩৩৫ জন, নীলফামারীতে ২৩১ জন, কুড়িগ্রামে ২৯১ জন, লালমনিরহাটে ১৯১ জন, দিনাজপুরে ৪২২ জন, ঠাকুরগাঁয়ে ৩৮৭ জন ও পঞ্চগড় জেলায় ১৭৫ জন।
উল্লেখ্য, এবারে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় সর্বমোট ২ লাখ ১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত