যুগেরনারায়ণগঞ্জঃ সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঈদুল ফিতরের দিন রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরে সেনাসদস্যদের সঙ্গে ছবি তোলেন। রাঙামাটি, চট্টগ্রাম, ২২ এপ্রিল, ২০২৩ছবি: আইএসপিআর
সেনাসদস্যদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করতে ঈদের দিন দুর্গম পাহাড়ি আর্মি ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীতে ঈদের নামাজ আদায় শেষে তিনি চট্টগ্রামের রাঙামাটির বামে লংগদু আর্মি ক্যাম্প ও রাঙামাটি রিজিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেন সেনাপ্রধান। এ সময় তিনি সেনাবাহিনীর সর্বস্তরের কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সৈনিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত