দিনাজপুরপ্রতিনিধিঃ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা-দিনাজপুর জেলা শাখার আয়োজনে দেড় শতাধিক দুঃস্হ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের ঘাসিপাড়াস্থ এফপিএবি'র মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ সামগ্রী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা-দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক শাহজাহান নোবেল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য সহ ঈদ সামগ্রী বিতরণ করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা-দিনাজপুর জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ ঘোষের প্রাণবন্ত সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিশিষ্ট শিশু সংগঠক মোঃ মনিরুজ্জামান জুয়েল ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এস এম নূর আলী প্রমুখ।
ঈদ উপহার সামগ্রী বিতরণের আগে কোরআন তেলাওয়াত ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ঘাসিপাড়া শাহী জামে মসজিদের ইমাম মোঃ আব্দুর রহমান ওরফে শাহ আলম।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত