হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসন আয়োজনে প্রেস ব্রিফিং করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) দুপুর ১২ টার দিকে বাহুবল উপজেলা কনফারেন্স রোমে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে বাহুবল উপজেলা প্রশাসনের এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা'র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংগে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর ( তদন্ত) প্রজিত কুমার দাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বাহুবল উপজেলায় কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য আগামী বুধবার (২২ মার্চ) সকাল ১০ টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় বাহুবল উপজেলার ১নং স্নানঘাট, ৩নং সাতকাপন, ৫নং লামাতাসী ও ৬ নং মিরপুর ইউনিয়নের ১৩৭ জন উপকার ভোগীদের মধ্যে চতুর্থ ধাপে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত