মোঃ বিল্লাল হোসেন : বন্দরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দুস্ত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বন্দর উপজেলা কার্যালয় থেকে প্রতিবন্ধীদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণ করেন বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম কুদরত এ খুদার সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: ফয়সাল কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ্আব্দুল লতিফ, সাবেক ডিপুটি কমান্ডার কাজী নাছির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা খানম শান্তা, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু প্রমুখ। হুইল চেয়ার পান সালেহ নগরের প্রতিবন্ধী জাহাঙ্গীর হোসেন, মদনগঞ্জের তপন চৌধুরী, সোনাচড়ার বাহাউদ্দিন, বাবুল হোসেন, ঢাকেশ্বরীর বিক্রম চন্দ্র দাস ও ফরাজীকান্দার দেলোয়ার হোসেন। উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত