প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২০, ৬:২৫ অপরাহ্ণ
কবি রাহাতুল ইসলামের সাড়া জাগানো কবিতা “জাগো তরুণ”
জাগো তরুণ
মানব সমাজ আক্রান্ত আজ
ধর্ষণ নামক রোগে,
ছিলনা এমন বর্বরতা
আইয়ামে জাহেলি যুগে।
নারীরা আজ নয় নিরাপদ
ছেলে সমর তরে,
ধর্ষক এখন জন্ম নিচ্ছে
সুশীলদেরও ঘরে।
একের পরে হচ্ছে একে
ধর্ষণেরই শিকার,
এ ধারা বাড়বে আরো
না হলে তাঁর বিচার।
জাগো তরুন, লড়ো তুমি
নামো রাজপথে,
ধর্ষকদের এ মাথাচাড়া
রুখতে শক্ত হাতে।
থাকবেনা আর এ সমাজে
ধর্ষণ নামক ব্যাধি,
থমকে যাবে ধর্ষকেরা
তরুন জাগে যদি।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত